চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সম্পন্ন করতে সাত থেকে আট ঘণ্টা সময় লাগতে পারে। আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সাইদুর রহমান চৌধুরী জানান, বিশেষজ্ঞদের একটি দল পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছেন। প্রতিটি হলের ভোট গণনা তিন ধাপে সম্পন্ন হচ্ছে। তিনি বলেন, যেসব ব্যালটে ভোটাররা ভোট দিয়েছেন সেগুলো মেশিনে প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় এক লাখ ৪০ হাজারের মতো পাতা আমরা টেস্ট করেছি, এটা নিশ্চিত হওয়ার জন্য যে- সবগুলো পাতা যেন মেশিন পড়তে পারে। অধ্যাপক সাইদুর রহমান বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, মেশিন সঠিকভাবে পৃষ্ঠা শনাক্ত করছে। কোনো বাইরের পৃষ্ঠা যদি মেশিনে...