টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের পর ওয়ানডে ফরম্যাটে ভিরাট কোহলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এবার এই তারকা ব্যাটারকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) থেকে তার সম্ভাব্য বিদায় নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। গুঞ্জনের কারণ, কোহলি নাকি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে নতুন ‘বাণিজ্যিক চুক্তি’ সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এর সত্যতা সম্পর্কে এখন জানা যায়নি। সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ ইনস্টাগ্রামে এক ভিডিওতে জানিয়েছেন, কোহলি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই ক্যারিয়ার চালিয়ে যাবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আইপিএলে নিজের প্রথম ও শেষ ম্যাচ দুটিই বেঙ্গালুরুর হয়ে খেলবেন। ভিডিও তে কাইফ বলেন, ‘অনেকে জানতে চাইছেন ভিরাট কোহলি কি আইপিএল থেকে অবসর নিচ্ছেন? না, একদমই না। কোহলি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি প্রথম ও শেষ ম্যাচ বেঙ্গালুরুর হয়ে খেলবেন।’...