সাইফুল আলম নীরব বলেন, অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র না থাকলে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হয়ে পড়বে।জামায়াতের প্রতি যে আহ্বান জানালেন মির্জা ফখরুলতিনি বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের একটি মাস্টারপ্ল্যান আছে। তারা শর্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। উদ্দেশ্য- জাতীয় নির্বাচন বিলম্বিত করা। কিন্তু জনগণ এ ব্যাপারে সজাগ রয়েছে।দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার কোনো স্থান নেই উল্লেখ করে বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। এমনকি সে যদি আমাদের দলের কেউ-ও হয়, তবু তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নীরব বলেন, গণতন্ত্রের সম্ভাবনাকে রক্ষা করতে এবং...