আগামী ডিসেম্বর-জানুয়ারীতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরনো বিতর্ক মাড়িয়ে এবার নতুনভাবে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও স্বল্প সময়ের মধ্যে বিপিএল আয়োজন নিয়ে নানা শঙ্কা রয়েছে। সেসব দূর করতে কাজও করছে বিসিবি। গুছিয়ে এনেছে অনেক কিছু। আগামী আসরে বাড়ছে প্রাইজমানি। আজ বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বিপিএলের প্রাইজমানি বাড়ার কথা জানিয়ে আমজাদ হোসেন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোকে আকর্ষণ করার জন্য বেশ কিছু রেভেনিউ শেয়ারিং মডেল নিয়ে এসেছি। আমাদের প্রাইজমানিতে এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা, রানার্স আপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ।’ বিশ্বের বিভিন্ন লিগে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রেভিনিউ শেয়ার করে বোর্ডগুলো। অনেকদিন ধরেই বিপিএলের দলগুলো...