তাইওয়ানের স্ব-শাসিত দ্বীপকে ভুলভাবে চিহ্নিত করায় ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে চীন। ওই মানচিত্রে আরও দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে চীনা কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানচিত্র চীনের কাছে একটি সংবেদনশীল বিষয়। চীনা কাস্টমস জানিয়েছে, ওই ম্যাপগুলোতে নাইন-ড্যাশ-লাইন চিহ্নও অনুপস্থিত ছিল। এছাড়া ওই মানচিত্রগুলোতে চীন ও জাপানের মধ্যে সমুদ্র সীমানাও চিহ্নিত করা হয়নি। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে। যদিও দ্বীপটি নিজস্ব সংবিধান ও নির্বাচিত সরকারসহ স্বশাসিতভাবে পরিচালিত হয়।...