গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে বিচার বিভাগ তা ‘তুরি মেরে উড়িয়ে’ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি মনে করি, জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তাকে সনদ বাস্তবায়ন করতেই হবে। আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করব।’ বিএনপির এই নেতা আরও বলেন, ‘নতুন করে সিদ্ধান্ত হয়েছে— নোট অব ডিসেন্টসহ গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন হলে তা জুডিশিয়ারিও তুরি মেরে উড়িয়ে দিতে পারবে না। যে সব রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিয়েছে, তারা জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত হলে...