বাংলাদেশে কাজ করতে আসা বিদেশিদের জন্য ভিসা নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিদেশিদের কারণে জাতীয় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই দিকে খেয়াল রাখা হবে বলেও জানান তিনি। আজ বুধবার রাজধানীতে বিদেশিদের কাজের অনুমোদন এবং নিরাপত্তা ছাড় বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে কাজ করতে আসেন বিভিন্ন দেশের নাগরিকরা। যার পরিসংখ্যান নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। কর্মরত বিদেশিদের নিয়মের মধ্যে আনতে চলতি মাস থেকে কাজ এবং নিরাপত্তা ছাড় অন লাইন প্রক্রিয়ায় নিয়ে আসতে চায় বিডা। মতবিনিময়ে বিডা চেয়ারম্যান বলেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় কম থাকায় নানা জটিলতা তৈরি হয়। তাই পুরো প্রক্রিয়াকে শৃঙ্খলায় আনতে ভিসা নীতিমালা করা হচ্ছে। আশিক চৌধুরী বলেন, আমরা...