অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে ভারতের নারী দলকে। বিশাখাপত্তনমে ১২ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে হারমানপ্রীত কৌরের দল নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণে এক ওভার পিছিয়ে পড়েছিল। ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩০ রান তুলেছিল ভারত, কিন্তু সেই বিশাল সংগ্রহও টিকিয়ে রাখতে পারেনি তারা। অস্ট্রেলিয়া জিতেছে তিন উইকেটে, হাতে ছিল ছয় বল।আরো পড়ুন:বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র্যাংকিংয়ের চূড়ায় রশিদ-ওমরজাইএবার বিপিএলে রেভেনিউ শেয়ারিং মডেল, ১৭ নভেম্বর ড্রাফট বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র্যাংকিংয়ের চূড়ায় রশিদ-ওমরজাই এবার বিপিএলে রেভেনিউ শেয়ারিং মডেল, ১৭ নভেম্বর ড্রাফট ওভার রেটের অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। কারণ, ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর অভিযোগ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির...