হংকংয়ের বিপক্ষে দুটো ম্যাচই বাংলাদেশের জন্য বড় আক্ষেপ হয়ে থাকবে। ঘরের মাঠে প্রথম ম্যাচে ড্র করেও শেষ কয়েক সেকেন্ডে গোল হজম করে পয়েন্ট হাতছাড়া করেছে বাংলাদেশ। এরপর অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পেলেও সুযোগ পূর্ণ তিন পয়েন্ট নেওয়ার। তবে শেষ পর্যন্ত সেটা না পাওয়ায় আক্ষেপ রয়ে গেছে জামাল ভূঁইয়াদের। গতকাল (মঙ্গলবার) হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল হজমের পর ৮৪ মিনিটে রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে বাংলাদেশের সামনে পূর্ণ তিন পয়েন্ট নেওয়ার সুযোগ ছিল। ম্যাচের ৭৬তম মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিনত হয়েছিল হংকং। এই সুযোগ কাজে লাগিয়ে পরের ৮ মিনিটের মাথায় সমতায় ফেরে বাংলাদেশ। এরপর...