জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আজকে সারা বিশ্বেই আমাদের দেশটা অশান্তির প্রতীক হয়ে গেছে। আমাদের দেশের মানুষ কোনোরকম বিদেশে গেলে, সেখানে তাদের ভিসা দেওয়া হচ্ছে না। কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। অনেককে ভিসা দিলেও বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশের মানুষকে অনাকাঙ্খিত বস্তু মনে করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়।’ আজ বুধবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয় বলেই জাতীয় পার্টির প্রোগ্রাম পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে। সমন্বয়কদের বেশিরভাগই জামায়াতপন্থী বলে উল্লেখ করে জিএম কাদের। তিনি আরও বলেন, সামনে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড দিতে...