ঢাকা মেট্রোর ক্রিকেটারদের অনুরোধেও আগের সিদ্ধান্ত থেকে সরে এলো না বিসিবি। টানাপোড়েন আর অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হচ্ছে ময়মনসিংহের। নতুন এই দলকে রেখে ঘোষণা করা হলো জাতীয় ক্রিকেট লিগের সূচি। দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর। নতুন মৌসুম শুরু হচ্ছে নতুন দলের খেলা দিয়েই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের সঙ্গে লড়বে ময়মনসিংহ বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরদিন শুরু হবে রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের লড়াই। ২৭ অক্টোবর খুলনায় শুরু খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচ। ২৮ অক্টোবর থেকে রাজশাহীতে লড়বে রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। এবার এভাবেই প্রতিটি ম্যাচ শুরু হবে এক দিন পরপর। প্রতি রাউন্ড শেষেই বিরতি আছে অন্তত তিন দিন করে। ওই চার মাঠ...