সীমান্তে নতুন করে লড়াই-সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান আপাতত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা একথা জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হবে। দুই দেশই অচলাবস্থার অবসানে সংলাপের মাধ্যমে একটি সমাধান খুঁজে পাওয়ার আন্তরিক প্রচেষ্টা চালাবে। গত শনি ও রোববার সীমান্তে দুই দেশের মধ্যে লড়াইয়ে হতাহতের ঘটনার পর বুধবার আবার দুই পক্ষে নতুন করে লড়াই হয়। পাকিস্তানের চমন জেলা এবং দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের স্পিন বোলডাক এলাকা জুড়ে থাকা প্রত্যন্ত সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে এই লড়াইয়ে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে। এরপরই এল যুদ্ধবিরতির ঘোষণা। লড়াইয়ের জন্য উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। এক্স এ তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “আজ (বুধবার) সকালে পাকিস্তানি বাহিনী হামলা শুরু করে। তাদের হামলায় ১২...