বিমার প্রিমিয়াম নগদ লেনদেনের কারণে ও সচেতনতার অভাবে পুরো খাতে দুর্নীতির সুযোগ তৈরি হয়। মাঠ পর্যায়ের এজেন্ট, বিমা পলিসি করা প্রতিনিধি থেকে শুরু করে অধিকাংশ কোম্পানি কর্মকর্তা পর্যায় পর্যন্ত এ ধরনের অনিয়ম করেন।এর প্রভাব পড়ে পুরো খাতে। ক্যাশলেস লেনদেন হলে এ ধরনের সুযোগ দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। বুধবার (১৫ অক্টোবর) ঢাকার পূর্বাঞ্চলে ক্যাডেট কলেজ মিলনায়তনে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও গার্ডিয়ান ইন্সুরেন্স আয়োজিত বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে গার্ডিয়ান ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, আইআরএফ-এর সভাপতি গাজী আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইন্স্যুরেন্সের অর্থ লেনদেন করার সুযোগ থাকাতে অনিয়ম তৈরি হয়। গ্রাহকরা অসচেতন হওয়ার কারণে এসব প্রিমিয়াম দেওয়ার পর খোঁজ-খবর রাখেন না এবং...