বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরে জমির দখল ফেরত পাওয়ার সেই যুগ এখন ইতিহাস। দীর্ঘসূত্রতা, মামলা আর দালালচক্রের জালে জর্জরিত ভূমি মালিকদের জন্য এসেছে যুগান্তকারী পরিবর্তন। নতুন আইন অনুযায়ী এখন মাত্র তিন মাসেই বেদখল জমি ফেরত পাওয়া সম্ভব, আর পুরো প্রক্রিয়াই হবে সহজ, দ্রুত ও স্বচ্ছ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং এর আওতায় প্রণীত ২০২৪ সালের বিধিমালা অনুযায়ী, আর জজ কোর্টে মামলার ঝামেলায় যেতে হবে না। এখন যে কেউ নিজের জমি জোরপূর্বক দখল হয়ে গেলে সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন, এবং তিন মাসের মধ্যেই মামলার নিষ্পত্তি হবে। বিধিমালার ৬ নম্বর ধারা অনুযায়ী, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি নির্ধারিত ফর্মে আবেদন জমা দেবেন, যেখানে জমির তফসিল, খতিয়ান, দাগ নম্বর, দলিল, নামজারি খতিয়ান, করের তথ্য, জরিপ নথি এবং ছবি...