এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সি-গ্রুপ থেকে ভারতের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ বাকি থাকতেই মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছেন হামজা-জামালরা। তবে শীর্ষে ওঠার সুযোগ হারালেও এখনো সুযোগ আছে সেরা দুইয়ে থেকে টুর্নামেন্ট শেষ করার। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে ভারত ও হংকংকে হারাতে পারলে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এবার ভারতকে ঘরের মাঠে আতিথ্য দেবে লাল-সবুজের দল। তবে এই ম্যাচে খেলতে পারবেন না ইতালি প্রবাসি ফুটবলার ফাহামিদুল ইসলাম। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় ভারত ম্যাচে নিষিদ্ধ থাকবেন এই তরুণ ফরোয়ার্ড। এশিয়ান কাপ বাছাইয়ের বাইলজ অনুযায়ী, কোনো ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। ফাহামিদুলও এশিয়া কাপের বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখেছেন। গত...