সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের মধ্যে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য আফগানিস্তানের সাথে একটি ‘অস্থায়ী যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান।পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, ‘তালেবানের অনুরোধে, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য, উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে, পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’আরও বলা হয়েছে, ‘এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।’পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজ জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এবং রাজধানী কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তালেবান আগ্রাসনের বিরুদ্ধে...