শাহাদ আমিনের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ২০২০ সালে তার নারীবাদী রূপকধর্মী চলচ্চিত্র ‘স্কেলস’ সৌদির হয়ে অস্কারে প্রতিযোগিতা করেছিল। ‘হিজরা’ ছবির শুটিং হয়েছে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল জেদ্দা, মদিনা, আলউলা ও নিয়োমসহ বিস্তৃত মরুভূমি এলাকায়। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় এ বছরের সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘স্পটলাইট’ বিভাগে। সেখানে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। ছবির গল্প ঘিরে রয়েছে ১২ বছর বয়সী এক কিশোরী জান্নাকে। সে তার কঠোর স্বভাবের দাদি সিত্তি ও ১৮ বছরের বিদ্রোহী বোন সারাহকে নিয়ে পবিত্র মক্কায় হজ পালনে রওনা হয়। কিন্তু পথেই সারাহ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তখন শুরু হয় জান্না ও সিত্তির উদ্বেগভরা অনুসন্ধান ও আত্ম-আবিষ্কারের যাত্রা। ছবিটিতে সম্পূর্ণ সৌদি অভিনয়শিল্পীদের দেখা যাবে। দাদির চরিত্রে অভিনয় করেছেন খাইরিয়া নাসমি, জান্নার ভূমিকায় নবাগত লামার ফাদান এবং...