রাজধানীর মিরপুরে শাহ আলম কেমিক্যাল নামের রাসায়নিক গোডাউনের আগুনের ঘটনায় ১৬ মরদেহের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে। ডিএনএ’র মাধ্যমে পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমান বলেন, সন্ধ্যায় ৬ জনে ময়নাতদন্ত শেষ হওয়ার হস্তান্তর করা হচ্ছে। তারা হলেন, মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮), নুরে আলম (২৩), সানোয়ার হোসেন (২২), আব্দুল্লাহ আল-মামুন (৩৯) ও রবিউল ইসলাম রবিন (১৯)। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) সূত্রে জানা গেছে, ফরেনসিক চিকিৎসকরা ঐ মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করেছেন। ল্যাব পরীক্ষক মাসুদ রাব্বি জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হতে সব...