দেশে বিপুল জাল নোট প্রবেশ করছে এমন খবর সম্প্রতি ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এনিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এই বিভ্রান্তি রোধে নগদ অর্থ লেনদেনে জনগণকে আরও সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র (যোগাযোগ প্রকাশনা বিভাগ) সাঈদা খানমের এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল জাল নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর...