বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে প্রথমবারের মতো শীর্ষ ১০-এর বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্র। পাসপোর্টের ভিসা-মুক্ত প্রবেশাধিকারের ওপর ভিত্তি করে তৈরি এই র্যাঙ্কিং প্রকাশ করেছে লন্ডনভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। ২০ বছরের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের পাসপোর্ট শীর্ষ ১০ থেকে ছিটকে পড়ল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ মূলত নির্ধারণ করে কোনো দেশের নাগরিকরা ভিসা ছাড়া কতটি দেশে যেতে পারেন। এ তথ্য সংগ্রহ করা হয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইএটিএ (IATA) থেকে। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ) এবং তৃতীয় স্থানে জাপান (১৮৯টি দেশ)। অন্যদিকে, একসময় তালিকার প্রথম দিকের অবস্থান দখল করা যুক্তরাষ্ট্র এবার নেমে গেছে ১২তম স্থানে, যা মালয়েশিয়ার সঙ্গে সমান স্কোরে...