বাংলাদেশ কি ওয়ানডে ক্রিকেটে আবার ২০ বছর পেছনে ফিরে গেল? ৫০ ওভারের ফরম্যাটে আবার কি অবস্থানটা তলানিতে গিয়ে ঠেকলো? জিততে ভুলে হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশ কি এখন পুরো ৫০ ওভার খেলতেও ভুলে গেছে? শেষ দুই খেলায় যথাক্রমে ২৮ ওভার ৩ ও ২৭ ওভার ১ বলে অলআউট হওয়ার মধ্য দিয়ে যে কঠিন সত্যই ফুটে উঠেছে। তবে কি আবার সেই দুঃসময়ে পতিত হলো বাংলাদেশ? ওদিকে সেরা আটে জায়গা না পেলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব পার হওয়ার হুমকি! পারফরমেন্সের এখন যে করুণ দশা, এই অবস্থার উত্তরণ না ঘটলে সে বাছাইপর্বের বৈতরণি কি পার হতে পারবে টিম বাংলাদেশ? ভক্ত ও সমর্থকরা চিন্তিত ও শঙ্কিত। ভাববেন না দল খারাপ খেলছে, তাই আক্ষেপ, অনুশোচনা ও হতাশা থেকে বুঝি অমন চিন্তার উদ্রেক ঘটেছে। আসলে তা নয়।...