সরকার ব্যাংক ব্যবস্থা থেকে নতুন করে ঋণ নেওয়ার চেয়ে পুরোনো ঋণ পরিশোধে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সরকারি ঋণ কমেছে ৪২৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যেখানে ঋণ বেড়েছিল ৩ হাজার ৭২৬ কোটি টাকা, এবার উল্টো প্রবণতা দেখা যাচ্ছে।সংশ্লিষ্টদের মতে, উন্নয়ন প্রকল্পে ব্যয় স্থবির থাকায় সরকার ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়েছে।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বরাদ্দের মাত্র ২ দশমিক ৩৯ শতাংশ অর্থ খরচ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। দেশের ইতিহাসে এটি সবচেয়ে কম বাস্তবায়নের রেকর্ড।২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুযায়ী, সরকারের মোট বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। কিন্তু জুলাই ও আগস্ট দুই মাসে বাস্তবায়ন...