রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) শক্তিশালী করতে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মিগা) ৫শ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান। তিনি বলেন, ‘দেশের ফরেন কারেন্সি রিজার্ভ কমে আসার ফলে সরকার রপ্তানি উন্নয়ন তহবিল থেকে সহায়তা দেওয়া বন্ধ রেখেছিল। ফলে রপ্তানিমুখী শিল্পের জন্য কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়ে।’ মঙ্গলবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন চলাকালে ওয়াশিংটনে অনুষ্ঠিত মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির সঙ্গে এক বৈঠক শেষে অর্থ সচিব ড. খায়েরুজ্জামান সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন আলোচনায় অংশ নিই, যেখানে বিভিন্ন দেশের গভর্নর ও ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন। কীভাবে পারস্পরিক সহযোগিতা এবং গবেষণা বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। দ্বিতীয় বৈঠকটি ছিল মিগার সঙ্গে— যা বিশ্বব্যাংকের একটি উইন্ডো হিসেবে কাজ করছে। তারা দীর্ঘদিন ধরে...