রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন অনুষ্ঠানের পর সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।এজন্য হাই প্রোফাইলের ওএমআর মেশিন প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যেই তা পরীক্ষার জন্য ফলাফল স্থলে ইন্সটল করে দেখা হয়েছে। আর এই ওএমআর মেশিন পরিচালনার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের ৪৩ জন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার।তিনি বলেন, আমরা ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। রাকসুতে আমরা সেগুলোর বিষয়ে সতর্ক থেকেছি। নির্বাচনের ফলাফল প্রস্তুত করতে আমরা বিশেষজ্ঞ কমিটি করেছি। তাড়াহুড়া করে ভুল এবং অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না। আমরা ইতোমধ্যে ৪৩ সদস্যবিশিষ্ট জাতীয় ও...