বলিউডের স্বজনপ্রীতি (নেপোটিজম) বিতর্ক নতুন নয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই খান-কাপুর সাম্রাজ্যের উত্তরাধিকার প্রথা নিয়ে তীব্র সমালোচনা চলে আসছে। সমালোচনার তীরে বারবার বিদ্ধ হয়েছেন প্রভাবশালী তারকাপুত্র-কন্যারা। এর মধ্যে অন্যতম সোনাক্ষী সিনহা- খ্যাতিমান অভিনেতা শত্রুঘ্নু সিনহার কন্যা। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার সেই নীরবতা ভেঙে নিজের মতো করেই জবাব দিলেন তিনি। সম্প্রতি ধনতেরাস উপলক্ষে এক অনলাইন শপিং সাইটের বিজ্ঞাপনে অভিনয় করেছেন সোনাক্ষী। ভিডিওটিতে কৌতুকরসের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে, গর্ভাবস্থা থেকেই অভিনেত্রীর মুখে ‘সোনার চামচ’। শৈশব থেকে বড় হওয়া- সবসময় সেই চামচ সঙ্গী। এমনকি, ‘দাবাং’ ছবির সুপারহিট সংলাপ ‘থাপ্পড় সে ডর নেহি লাগতা সাহাব, প্যায়ার সে লগতা হ্যায়’ উচ্চারণের সময়ও তাঁর মুখে থাকে সেই ‘গোল্ডেন স্পুন’। এই আত্ম-বিদ্রুপমূলক উপস্থাপনার মাধ্যমে সোনাক্ষী যেন...