জর্ডানে চলছে মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে এগিয়ে গিয়ে শেষ মুহূর্তের গোলে ড্র করতে হয়েছিল বাংলাদেশকে। এবার চাইনীজ তাইপে মেয়েদের মুখোমুখি হওয়ার পালা। ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। জর্ডানের আকাবায় বুধবার সকালে অনুশীলন করেছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশ খেলছে ‘এইচ’ গ্রুপে। ১৭ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে চাইনীজ তাইপের মুখোমুখি হবে দলটি। খেলা হবে আকাবার আর্টিফিসিয়াল টার্ফে। প্রথম ম্যাচে জয়বঞ্চিত হওয়ায় আক্ষেপ করেছেন প্রধান কোচ সাইফুল বারী টিটু। বলেছিলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের ওই ম্যাচটা আসলে জেতা উচিত ছিল। খুব কাছে আমরা গিয়েছিলাম। একদম শেষ মুহূর্তে ছোট ছোট ভুলগুলো কিন্তু জেতা এবং হারের বিষয়টা তৈরি করে। একটা সুবর্ণ সুযোগ ছিল...