ওই শিক্ষার্থীর তোলা ব্যালট পেপারের ছবি, যা ছড়িয়ে পড়েছে ফেসবুকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রী কল্যাণ ও সহ-ছাত্রী কল্যাণ-বিষয়ক সম্পাদক পদে সব প্রার্থীকে ভোট দিয়েছেন এক ভোটার। একইসঙ্গে বিধি লঙ্ঘন করে ভোট প্রদানের গোপন কক্ষে মোবাইল নিয়ে ব্যালটপত্রের ছবিও তুলেছেন তিনি। ওই ভোটার হলেন, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাইমুর রশিদ দুর্জয়।আরো পড়ুন:রাকসু নির্বাচন পর্যবেক্ষণ করবে ১০ সদস্যের কমিটিচাকসু নির্বাচন: চলছে ভোট গণনা, এবার অপেক্ষা ফলাফলের চাকসু নির্বাচন: চলছে ভোট গণনা, এবার অপেক্ষা ফলাফলের বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিজ ফেসবুক আইডিতে ওই ব্যালটপত্রের ছবি দিয়ে একটি পোস্ট দেন তিনি। ব্যালটপত্রের ছবিটি ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে দুর্জয় লেখেন, “আলহামদুলিল্লাহ!! কোনো পুকিকে হতাশ করি নাই! চাকসু ডান।” এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,...