রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে বইছে উৎসবের আমেজ।নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত করা হচ্ছে রাকসু ভবন। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকেই রাকসু ভবনের সংস্কার ও রঙের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে সরেজমিনে দেখা যায়, রঙমিস্ত্রি ও রাজমিস্ত্রিরা ভবনের ভাঙাচোরা অংশগুলো মেরামত করে রঙ ও ধোয়া-মোছার কাজ করছেন। নতুন করে সাজানো হচ্ছে ভবনের ভেতর ও বাইরের অংশ। শ্রমিকদের দাবি, আগামী রোববার (১৯ অক্টোবর) নির্বাচনের ফল ঘোষণার আগেই সংস্কার ও রঙের কাজ সম্পন্ন হবে। রঙমিস্ত্রি মো. পলাশ বাংলানিউজকে বলেন, সকাল থেকে আমরা সংস্কারের কাজ শুরু করেছি। প্রশাসন জানিয়েছে, নির্বাচিতরা রোববার থেকেই এখানে অফিস করবেন। আমরা শনিবারের মধ্যেই কাজ শেষ করতে পারব বলে আশা করছি।...