বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের অনেকেই কেবল অর্থ উপার্জন নয়, বরং মানবতার কল্যাণেও নিজেদের সম্পদ বিলিয়ে দিচ্ছেন। কেউ দারিদ্র্য ও রোগ দূরীকরণে, কেউবা শিক্ষা ও পরিবেশ সুরক্ষায়, আবার কেউ মানবাধিকার রক্ষায় অনুদান দিচ্ছেন বিপুল পরিমাণ অর্থ।যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ফোর্বস’ বিশ্বের সবচেয়ে দানশীল ১০ ধনকুবেরের তালিকা প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছেন ওয়ারেন বাফেট, বিল গেটস, জর্জ সরোস, মাইকেল ব্লুমবার্গসহ আরও অনেকে।১।ওয়ারেন বাফেট ও পরিবারবিখ্যাত বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম উদার দাতা হিসেবে পরিচিত।৯৫ বছর বয়সী এই মার্কিন ধনকুবেরের নিট সম্পদ ১৪ হাজার ৬৭০ কোটি ডলার, যার মধ্যে প্রায় ৬ হাজার ২০০ কোটি (৬২ বিলিয়ন) ডলার তিনি দান করেছেন— মোট সম্পদের প্রায় ৩০ শতাংশ।বাফেট মূলত স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন ও শিক্ষায় অনুদান দেন। তিনি বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনসহ নিজের...