বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তে কক্সবাজারের সাগর পাড়। উত্তরের চা-বাগানের শহর সিলেট, কিংবা পার্বত্য বান্দরবানের নীল পাহাড় সব জায়গাতেই অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টায় মানুষের ঢল নামে। কেউ আসে ঢাকার ধোঁয়া-ধুলা থেকে একটু মুক্তি নিতে, কেউ প্রকৃতির শান্তিতে মন ভরাতে। এই সময়টিই দেশে পর্যটনের প্রধান মৌসুম, যাকে বলা হয় “সিজন”। কিন্তু পর্যটনের এই প্রসার যতটা আনন্দের, ততটাই উদ্বেগেরও। প্রকৃতি ও পরিবেশের ক্ষয়, অবৈধ ও অগোছালো নির্মাণ, আর আবর্জনায় ভরা সৈকত এসব দৃশ্য আজ আমাদের পর্যটন শিল্পের টেকসই ভবিষ্যৎ নিয়ে এক কঠিন প্রশ্ন তুলে ধরছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি পর্যটনকে শুধুই বিনোদন হিসেবে দেখব, নাকি দায়িত্বের অংশ হিসেবে ভাবব? বাংলাদেশে পর্যটন এখন আর শুধু বিনোদনের বিষয় নয়, এটি দেশের অর্থনীতির এক উজ্জ্বল সম্ভাবনার খাত। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) তথ্য অনুযায়ী, দেশের জিডিপিতে পর্যটনের...