রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত ‘রাশিয়া-আরব বিশ্ব সম্মেলন’ শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে। মাসের পর মাস প্রস্তুতির পর এই সম্মেলন ছিল মধ্যপ্রাচ্যে মস্কোর প্রভাব প্রদর্শনের সুযোগ। কিন্তু অধিকাংশ আরব নেতা অংশ নিতে রাজি না হওয়ায় পুতিন বাধ্য হন আয়োজনটি স্থগিত করতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। এপ্রিল মাসে ঘোষিত এই সম্মেলন বুধবার মস্কোতে হওয়ার কথা ছিল। লক্ষ্য ছিল রাশিয়ার সঙ্গে আরব দেশগুলোর জ্বালানি, নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক সম্পর্ক জোরদার করা। কিন্তু শেষ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা এবং আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত ছাড়া কেউ অংশগ্রহণ নিশ্চিত করেননি। ফলে সম্মেলনটি বাতিল করা হয়। এর বিপরীতে সোমবার বিশ্বের দৃষ্টি পড়ে মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের দিকে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিসরের আবদেল ফাত্তাহ আল-সিসি ও...