মোংলা বন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। রাজস্ব খাতভুক্ত ১৩ ক্যাটাগরির পদে মোট ১১৩টি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ১৬ অক্টোবর ২০২৫ সকাল ৯টায় শুরু হয়ে চলবে আগামী ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত। ১. পদের নাম: হাইড্রোগ্রাফারপদসংখ্যা: ১বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড: ৯যোগ্যতা: গণিত, পদার্থ ও ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। ২. পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌযান/ নৌ–ভান্ডার)বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকাগ্রেড: ৯যোগ্যতা: নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি বা ডিওটি দ্বিতীয় শ্রেণি। ৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (নৌ)পদসংখ্যা: ১বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকাগ্রেড: ১০যোগ্যতা: নৌ বা জাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা। ৪. পদের নাম: প্রথম শ্রেণির ড্রাইভারপদসংখ্যা: ১বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকাগ্রেড: ১১যোগ্যতা: প্রথম শ্রেণির ড্রাইভার হিসেবে সনদসহ অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।...