কদিন ধরে শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করলেন ফ্রেংকি ডি ইয়ং। ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই ডাচ মিডফিল্ডার। লা লিগা চ্যাম্পিয়নরা বুধবার এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের নতুন চুক্তির খবর জানায়। বার্সেলোনায় ডি ইয়ংয়ের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে আগামী জানুয়ারিতেই নতুন দলের সঙ্গে আগাম চুক্তিতে যেতে পারতেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার রিলিজ ক্লজও বাড়ানো হয়েছে, ৪০ কোটি ইউরো থেকে বেড়ে হয়েছে ৬০ কোটি ইউরো। ২০১৯ সালে ডাচ ক্লাব আয়াক্স থেকে বার্সেলোনায়...