‘আমাদের নেত্রকোণার মানুষজন ভালো না। একজনের ভালো অন্যজন সহ্য করতে পারে না। কেউ একটু উপরে উঠলে তাকে টেনে নিচে নামানোর চেষ্টা চলে।’ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন ক্ষোভ প্রকাশ করলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। এ সময় তিনি নিজের ও পরিবারের প্রতি প্রাণনাশের হুমকি এবং হেনস্তার অভিযোগও তোলেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন রিপন মিয়া। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয় এবং তার পোস্ট ভাইরাল হয়ে পড়ে। ফেসবুক পোস্টে রিপন লেখেন, ‘আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় ২০১৬ সাল থেকে এই জায়গায় আসতে পেরেছি। এই সময়ের মধ্যে আমি কখনো কারও ক্ষতি করিনি। অন্য কনটেন্ট ক্রিয়েটররা ডাকলে সব সময় পাশে থেকেছি। কিন্তু...