নভেম্বর-ডিসেম্বর, অর্থাৎ পর্যটনের মৌসুমের শুরুতেই দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধের সিদ্ধান্তে দুঃচিন্তায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত এ নিষেধাজ্ঞায় দ্বীপের পর্যটননির্ভর অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছেন হোটেল-মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকসহ প্রায় পুরো দ্বীপবাসী।দ্বীপবাসীরা বলছেন, বছরের মাত্র কয়েকটি মাসই সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম চালু থাকে। আর নভেম্বর ও ডিসেম্বর মাসকে ধরা হয় ‘পিক সিজন’ হিসেবে। এই সময়ে রাত্রিযাপন বন্ধ হয়ে গেলে পর্যটকদের আগমন মারাত্মকভাবে কমে যাবে। ফলে বিপন্ন হয়ে পড়বে দ্বীপের প্রধান আয় উৎস।রাখাইন সীমান্তে অস্থিরতা বাড়ার পর দুই বছর আগে বন্ধ হয়ে যায় সেন্টমার্টিনে যাওয়ার প্রধান নৌরুট—টেকনাফ দমদমিয়া জেটি। বর্তমানে বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে কক্সবাজারের ইনানী ও নুনিয়াছড়া ঘাট। তবে এসব ঘাট থেকে দ্বীপে পৌঁছাতে বিকেল গড়িয়ে যায়, ফলে দিনে গিয়ে ফিরে আসা প্রায় অসম্ভব। এতে...