সাত দফা দাবিতে দেশের বিভিন্ন জেলা শহরে মানববন্ধনের কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।দলের সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিভিন্ন জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকাসহ ৭ বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাগপার নেতাকর্মীরা।জেলা শহরগুলোতে কর্মসূচিতে জাগপা নেতারা বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর গণভোট আয়োজন করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব গণহত্যা ও আওয়ামী আমলে সংঘটিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।তারা আরও বলেন, বিগত আওয়ামী সরকার আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন অসম সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ প্রয়োজন। জাতীয় পার্টি এবং...