ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ফ্রম অ্যাপার্টহেইড টু ডেমোক্রেসি: সাউথ আফ্রিকান ইনসাইটস ফর বাংলাদেশ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মনীতি নিয়ে আলোচনা হয়। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশে একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান জানান।আরো পড়ুন:ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রেহায় পায়নি রোগীরাজাতীয় পলিসি হ্যাকাথনে চ্যাম্পিয়ন বেরোবি শিক্ষার্থীরা জাতীয় পলিসি হ্যাকাথনে চ্যাম্পিয়ন বেরোবি শিক্ষার্থীরা বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ আলোচনার আয়োজন করা হয়। সেমিনারে দক্ষিণ আফ্রিকার সাবেক সংসদ সদস্য ও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের আলোচক মোহাম্মদ ভাবা বলেন, “স্বপ্ন পূরণ করার জন্য গঠনমূলক রাজনীতি গড়ে তুলতে হবে — ভাঙনমূলক নয়।” তিনি অতীত সংগ্রামের শিক্ষা থেকে শেখা এবং সামাজিক ঐক্য বজায় রাখার ওপর জোর...