রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পুলিশ সদস্যদের ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বুধবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের এই দিকনির্দেশনা দেন তিনি। মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচন কিছুটা ভিন্ন প্রকৃতির। এই নির্বাচন সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। মূল দায়িত্বে থাকবে প্রশাসন ও বিএনসিসি; পুলিশ তাদের সহযোগিতা করবে। এছাড়া মাঠ পর্যায়ে র্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, যেহেতু এই নির্বাচন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে, তাই দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সকলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে। পুলিশ কমিশনার...