রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বুধবার (১৫ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আল-শারা জানান, তিনি দুই দেশের সম্পর্ককে ‘নতুনভাবে সংজ্ঞায়িত’ করতে চান। অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৫ অক্টোবর) প্রথমবারের মতো রাশিয়া সফরে যান আল-শারা। এদিন ক্রেমলিনে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন প্রায় এক বছর আগে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর আল-শারার এই সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। সিরিয়ার এক সরকারি কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, আল-শারা এই সফরে রাশিয়ার কাছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফেরত দেওয়ার অনুরোধ জানাতে পারেন। বৈঠকে শারা বলেন, আমরা অতীতের সব চুক্তি ও সেই দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ইতিহাসকে সম্মান করি। এখন আমরা সেই সম্পর্ক পুনরুদ্ধার ও নতুনভাবে সংজ্ঞায়িত...