১৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম প্রতি বছর সারা বিশ্বে ১৫ অক্টোবর ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস’ হিসাবে পালন করা হয়। বিশ্বের প্রতিটি দেশের দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর ন্যায় বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিষয়ে সচেতনতা ও সাদা ছড়ির তাৎপর্য তুলে ধরে এই দিনটি উদযাপন করা হয়। যুগ যুগ ধরে সাদাছড়ির যথাযথ ব্যবহার, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করতে ও নিরাপদ পথ চলাচলের ক্ষেত্রে স্বনির্ভরতা নিশ্চিতকরণে ভূমিকা রাখছে। কোনো ব্যক্তিকে সাদাছড়ি নিয়ে চলতে দেখলে অপ্রতিবন্ধী মানুষ বুঝতে পারেন যে, সাদাছড়ি ব্যবহারকারী ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী। তার প্রতি সচেতন হওয়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাব পোষণ করা এবং নিরাপদে সর্বক্ষেত্রে স্বাধীনভাবে চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচলের প্রতীক...