হামাস জিম্মি হিসেবে যে চার জনের মৃতদেহ ফেরত দিয়েছে তার মধ্যে একটি জিম্মি কারও নয় বলে দাবি করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে রাতে যেসব মৃতদেহ এসেছে তার মধ্যে একটি কোনো জিম্মির সাথে মেলেনি। ইসরাইল জানিয়েছে,“সব মৃত জিম্মিকে ফেরত দেওয়ার জন্য হামাসকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।” উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে গাজায় মোট ৪৮ জন ইসরাইলে জিম্মি ছিলেন। এর মধ্যে ২৮ জনই মৃত বলে ধারণা করা হয়। হামাস সোমবার জীবিত ২০ জনকেই ফেরত দিয়েছে। এরপর পর্যায়ক্রমে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিচ্ছিলো।...