মাত্র ৩০ মিনিটে ৯২% ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম এক বৈপ্লবিক আলোভিত্তিক চিকিৎসা উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এবং পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্তো-এর এক যৌথ গবেষক দল এই নতুন প্রযুক্তি তৈরি করেছেন, যা ভবিষ্যতে ঘরে বসেই নিরাপদভাবে ক্যানসার চিকিৎসার পথ খুলে দিতে পারে। গবেষকরা জানিয়েছেন, এই নতুন চিকিৎসা পদ্ধতিতে নিকট-ইনফ্রারেড LED আলো ব্যবহার করা হয় বিশেষভাবে তৈরি টিন-ভিত্তিক ন্যানোম্যাটেরিয়ালের (SnOx nanoflakes) সঙ্গে। যখন এই উপাদান ক্যানসার আক্রান্ত টিস্যুর ওপর প্রয়োগ করা হয়, তখন LED আলো শোষণ করে তা তাপশক্তিতে রূপান্তরিত করে — যার ফলে ক্যানসার কোষগুলো নিখুঁতভাবে ধ্বংস হয়, কিন্তু আশপাশের সুস্থ কোষ অক্ষত থাকে। ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এই পদ্ধতিতে ত্বকের ক্যানসার কোষের ৯২% এবং কোলোরেক্টাল ক্যানসার কোষের ৫০% মাত্র অর্ধ ঘণ্টায় ধ্বংস করা সম্ভব...