বলিউডে টিকে থাকা সহজ নয়—এই বাস্তবতাই সবচেয়ে ভালো জানেন অভিনেত্রী শেফালি শাহ। ‘মনসুন ওয়েডিং’ ও ‘ওয়াক্ত’-এর মতো ছবিতে প্রশংসিত অভিনয় করেও তিনি দীর্ঘদিন ভালো কাজের সুযোগ পাননি। সম্প্রতি টুইঙ্কল খান্নার ইউটিউব চ্যানেল Tweak India-তে নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। টুইঙ্কল জানান, একসময় তাঁর বাগানে বসে শেফালি কাঁদছিলেন, কারণ তখন কাজের অভাব চলছিল। মজার ছলে টুইঙ্কল বলেন, “আমার ছেলেই পাশের ঝোপে লুকিয়ে ওর কান্নার ভিডিও করছিল! কারও সেক্স টেপ থাকে, ওর আছে কান্নার টেপ।” হেসে জবাব দেন শেফালি, “তাও যদি এখন ছেড়ে দিই, ভাইরাল হব নিশ্চয়ই!” ক্যারিয়ারের শুরুতে শেফালিকে বারবার বয়সের তুলনায় বড় চরিত্রে কাস্ট করা হয়েছিল—যেমন ‘ওয়াক্ত’-এ তিনি অক্ষয় কুমারের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, যদিও বাস্তবে অক্ষয় তাঁর থেকে বয়সে বড়। এরপর তিনি এমন চরিত্রে আর কাজ...