ভূমি মালিকদের বছরের পর বছর ধরে চলা জটিলতা, দালালচক্রের দৌরাত্ম্য আর ঘুষ-দুর্নীতির দুষ্টচক্র ভাঙতে অবশেষে বড় পদক্ষেপ নিল ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি তারা দিয়েছে তিনটি ঐতিহাসিক ঘোষণা, যা কার্যকর হলে নামজারি প্রক্রিয়া হবে আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত, সহজ ও সম্পূর্ণ স্বচ্ছ। মন্ত্রণালয়ের দাবি—এই নতুন ব্যবস্থায় ঘুষের লেনদেন ও অনিয়মের সুযোগ কার্যত শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে। মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব পরিবর্তনের লক্ষ্য একটাই ‘ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা’। চলুন একনজরে জেনে নেওয়া যাক তিনটি বড় পরিবর্তন ও এর প্রভাব। নামজারি আবেদন এখন থেকে হবে পুরোপুরি নথিভিত্তিক। আবেদন করার সময় জমির রেজিস্ট্রিকৃত দলিল, পূর্ব মালিকের যাচাইযোগ্য কাগজপত্র, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও দুই কপি ছবি দিতে হবে বাধ্যতামূলকভাবে। এই নথি না থাকলে আবেদন বাতিল হবে।...