‘হ্যালো বন্ধুরা, আই এম রিপন ভিডিও’— সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ডায়ালগ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সহজ-সরল জীবনযাপন ও জীবনমুখী কথাবার্তার কারণে হঠাৎ করেই সবার প্রিয় হয়ে ওঠেন রিপন মিয়া। এবার সেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে তার পরিবারকে হেনস্তার অভিযোগ তুলেছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) সারা দিন তাকে নিয়ে ছিল আলোচনা-সমালোচনা। একদিকে রিপন মিয়াকে নিয়ে টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ, অন্যদিকে তার মায়ের কাছে গিয়ে কান্না করা রিপনের ভিডিও— দুই বিপরীত দৃশ্য একসঙ্গে নাড়া দিয়েছে পুরো সামাজিক যোগাযোগমাধ্যমকে।এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন রিপন মিয়ার বাবা। নতুন এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, রিপন মিয়া আমদের ভরণপোষণ দেন না- এমন অভিযোগ সত্য না। বলেন, তার ছেলে সব দিক থেকে ভালো। মিডিয়া রং ছড়িয়েছে- এমন দাবি করে জানান, এমন রং ছড়ানোর...