ঋতুচক্র অনুযায়ী শীতের আনুষ্ঠানিক আগমন হতে এখনও মাসখানেক বাকি, তবে কুড়িগ্রামের প্রকৃতিতে ইতোমধ্যেই ধরা দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরবেলা ঘুম ভাঙতেই জানালা খুলে দেখা যায় চারদিক কুয়াশায় মোড়া, যেন এক মায়াময় আবরণে ঢাকা পৃথিবী। সামান্য দূরত্বেও কিছু দেখা কঠিন হয়ে পড়ছে। সূর্যের আলোর দেখা মিলছে খানিকটা দেরিতে। সকালে বাইরে পা রাখলেই চোখে পড়ে, গাছের পাতায় আর মাকড়সার জালে মুক্তোদানার মত ঝুলে আছে শিশিরবিন্দু। দৃষ্টিনন্দন সেই দৃশ্য মন ভরিয়ে দেয় প্রশান্তিতে। বাতাসে হালকা শীতের ছোঁয়া, কিন্তু এখনো তীব্র ঠান্ডা পড়েনি। তাই এই কুয়াশাচ্ছন্ন সকালগুলো যেন একরাশ শান্তি ও রোমাঞ্চ এনে দেয়। প্রকৃতি যেন ধীরে ধীরে বদলে নিচ্ছে নিজের সাজ। দূরের মাঠে দেখা যাচ্ছে সবজির চারা, খেজুর গাছের...