ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১২ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে তার অফিসে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাকসু, প্রক্টর অফিস ও এস্টেট অফিসের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ক্যাম্পাসের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, প্রবেশাধিকার, রিকশাচালকদের শৃঙ্খলায় আনা এবং অসামাজিক কার্যক্রম প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শেষে নিচের সিদ্ধান্তগুলো গৃহীত হয়— ১️.যৌথ নিরাপত্তা টিম গঠন: প্রক্টর অফিস ও এস্টেট অফিসের নিরাপত্তা প্রহরীগণ যৌথভাবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী তাদের দায়িত্ব ও কাজের পুনঃবিন্যাস করা হবে। এ বিষয়ে ডাকসুর প্রতিনিধিরা সমন্বয় করবেন। ২️.প্রবেশপথে নিরাপত্তা জোরদার: নীলক্ষেত, পলাশী, চাঁনখারপুল, হাইকোর্ট মোড়, বকশিবাজার মোড় ও শাহবাগ প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এক মাসের জন্য বিএনসিসি...