অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাৎক্ষণিক মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম জিও-টিভির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, হানিয়া আমিরের হাসপাতালে ভর্তির ব্যাপারে এখনো সঠিক কারণ জানা যায়নি। তবে তার সাম্প্রতিক ছবি ও ভিডিওতে বেশ ফ্যাকাসে ও অসুস্থ দেখিয়েছে তাকে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য এসেছিলেন। হাসপাতাল থেকে হানিয়া আমিরের ছবি ছড়িয়ে পড়লে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার কী হয়েছে জানতে চাচ্ছেন তারা। তিনি কি জটিল কোনো রোগে ভুগছেন? পাকিস্তানি তারকাদের মধ্যে সর্বাধিক ফলোয়ারধারী তারকা হানিয়া আমির। ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ তাকে ফলো করেন। অভিনয় ছাড়াও ফটোশুট ও সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নিয়েও ব্যস্ত সময় কাটান তিনি।...