১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম সাম্প্রতিক সময়ে ফেসবুক, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে—এমন খবর প্রকাশিত হয়েছে। যা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর প্রক্ষিতে নগদ অর্থ লেনদেনে জনগণকে আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ আহ্বান জানায়। এতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও...