দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।নির্বাচনের আগের রাতে গান-আড্ডায় মেতে উঠেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে এই চিত্র দেখা গেছে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে গানের আসর বসায় মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। গিটার ও কাহনের তালে বিভিন্ন শিল্পীর গানে মাতিয়ে তোলে তারা। তাদের ঘিরে তৈরি হয় অন্যান্য শিক্ষার্থীদের ভিড়। গানের দলের মধ্যমনি, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আতিক বলেন, ক্যাম্পাস জুড়ে একটি উৎসবের আমেজ বইছে। সেই আমেজকে আরও বাড়িয়ে তুলতে আমাদের এই চেষ্টা। আমরা এখানে যারা পড়ি, তাদের সবার জন্যই এটা প্রথম নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আজকের রাতটা আমাদের জন্য চাঁদ রাতের থেকে...